
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদকে জিম্মি করে হত্যাচেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেনকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেন হাসপাতালের আউটসোর্সিংয়ের কাজ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাদকাসক্ত অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেনের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। রোববার সকাল ১১ টায় ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ একটি চিঠির মাধ্যমে শাহাদাৎ হোসেনকে গত দুই মাসের রোগী পরিবহনের টাকা হাসপাতালের হিসাব বিভাগে জমা দিতে নির্দেশ দেন। একই চিঠিতে শাহাদাৎকে হাসপাতালের কোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেন হাতে লাঠি নিয়ে তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদকে হাসপাতালের সভাকক্ষে নিয়ে তালাবদ্ধ করে হত্যাচেষ্টা করেন। পরে হাসপাতালের কর্মচারী ও রোগীর স্বজনরা তত্ত্বাবধায়ককে উদ্ধার করে এবং অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেনকে গণধোলাই দেয়। পুলিশ খবর পেয়ে এসে তাকে আটক করে।
এদিকে, অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগীরা।
ঝালকাঠি সদর হাসপাতালের জ্যেষ্ঠ নার্স মনিন্দ্র নাথ জানান, ঝালকাঠি সদর হাসপাতালে জরুরি সেবার জন্য দুটি সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। মহসিন নামে একজন চালক অনিয়মের কারণে বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে অ্যাম্বুলেন্স চালকের দায়িত্ব পালন করছেন শাহাদাৎ হোসেন।
গত বছরের ১৩ ডিসেম্বর রাত ৮ টায় হাসপাতালের গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সের টুল বক্স থেকে ৩৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেন বলেন, ‘আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাকে দীর্ঘ দুই বছর ধরে মানসিক নির্যাতন করা হয়েছে তত্ত্বাবধায়কের দ্বারা।’
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ বলেন, ‘মাদকাসক্ত অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেনের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, তাকে গত দুই মাসের রোগী পরিবহনের টাকা হাসপাতালের হিসাব বিভাগে জমা দিতে বলায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যাচেষ্টা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেনকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।’