জেলা

পরকীয়া সন্দেহে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

মৌলভীবাজারের কমলগঞ্জে পরকীয়া সন্দেহে দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) শ্বাসরুদ্ধ করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন আজাদ বক্স নামে এক ব্যক্তি।

Play Video

রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মনোয়ারা পৌর এলাকার দক্ষিণ আলেপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার মেয়ে।

Play Video

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স (৬২) নিজ বাড়িতে প্রথম স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। এক পর্যায়ে আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তাকে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) বাবার বাড়িতে থাকতেন। সম্প্রতি তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েছেন এমন সন্দেহে আজাদ বক্স ক্ষুব্ধ হয়ে উঠেন। আজ সকালে মনোয়ারার কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আজাদ বক্স মনোয়ারার গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। পরে থানায় গিয়ে আত্মসমর্পন করেন।

Play Video

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, থানায় এসে নিজের স্ত্রীকে হত্যার কথা বলে আত্মসমর্পণ করেছেন আজাদ বক্স। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

Play Video

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *