

শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে সারা জীবন থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের নেতা মণিশঙ্কর আইয়ার। তিনি বলেন, ‘শেখ হাসিনা যত দিন চায় তত দিন তাকে ভারতে থাকতে দেওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশে ভারতের কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন তিনি।’
রবিবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকেই তিনি সেখানে আছেন। সম্প্রতি বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ‘কূটনৈতিক বার্তা’ দিয়েছে বাংলাদেশ।পিটিআই বলছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন চান তাকে তত দিনই ভারতে থাকতে দেওয়া উচিত বলে শনিবার রাতে জানিয়েছেন সাবেক ভারতীয় কূটনীতিক, দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার।
হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের দাবি সম্পর্কে তিনি বলেন, ‘শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কিছু করেছেন, আমি আশা করি এই বিষয়ে আমরা কখনোই দ্বিমত করব না। আমি খুশি যে তাকে (ভারতে) আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি, যত দিন তিনি চান আমাদের তাকে এই আশ্রয় দেওয়া উচিত।
এমনকি যদি তাকে সারা জীবনের জন্যও রাখতে হয়, তারপরও (তাকে রেখে দেওয়া উচিত)।’
গত মাসে ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেন মণি শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে নয়াদিল্লির যোগাযোগ স্থাপন উচিত।
সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের খবর নিয়ে তিনি বলেন, ‘এ ধরনের প্রতিবেদন সত্য, কিন্তু কিছুটা অতিরঞ্জিত। কারণ অনেক সংঘর্ষের মূল বিষয়ই রাজনৈতিক।