রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
মাদককারবারিরা হলেন- মো. মিজানুর রহমান ওরফে মেজু, গোলাম মাওলা ওরফে রতন, রাজন মিয়া, মো. রাজন ও মো. জুয়েল ওরফে জহির।রবিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা।
তিনি জানান, শনিবার (৬ মে) দিবাগত রাতে হাতিরঝিল-মগবাজার চৌরাস্তা এলাকায় ইয়াবা বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর আশপাশের এলাকায় বিক্রি করতেন। হাতিরঝিল থানায় তাদের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।