বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজশাহীতে ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে একটি ছাত্রাবাস থেকে মেহেদী হাসান নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুরতহাল শেষে শনিবার ভোরে মরদেহটি রাজশাহী মেডিকেলের কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মেহেদী রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৮ সিরিজের শিক্ষার্থী ছিলেন।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে মেহিদীর মরদেহ করে পুলিশ।

রুয়েট ডাইরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক রবিউল ইসলাম সরকার জানান, পুলিশের খবরে তিনি রাত ১২টার পর এবেলা ছাত্রাবাসের নবম তলায় মেহেদীর ৯২৩ নম্বর কক্ষে যান। ভেতর থেকে বন্ধ করা কক্ষটিতে মেহেদীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তিনি বলেন, ‘মেহেদীর বন্ধুদের কাছ থেকে জানা গেছে বেশ কয়েকদিন থেকে সে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন।’

মেহেদী আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *