জেলা

মোবাইল নেটওয়ার্ক বিড়ম্বনায় ৮ গ্রামের ২০ হাজার বাসিন্দা

মোবাইলফোনের নেটওয়ার্ক সমস্যায় ব্যাপক ভোগান্তিতে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ৮ গ্রামের ২০ হাজার বাসিন্দা। আশপাশের ৭-৮ কিলোমিটার এলাকার মধ্যে কোনো অপারেটরের টাওয়ার না থাকায় গত কয়েক বছর ধরে সমস্যা আরও প্রকট হয়েছে। নেটওয়ার্ক না থাকায় ২৪ ঘণ্টায় বন্ধ দেখায় ফোন। ফলে বিপাকে পড়েছেন শতাধিক ফ্রিলান্সার ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। বারবার বিভিন্ন অপারেটর ও স্থানীয় প্রশাসনকে অভিযোগ এবং নেটওয়ার্কের দাবিতে আন্দোলন হলেও মেলেনি সমাধান।
ভরদুপুরে গ্রামের বিভিন্ন বয়সী কিশোর-তরুণ-যুবকরা বসে আছে মহানন্দা নদীর ধারে। প্রায় সবার হাতে মুঠোফোন। এদের কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রাউজিং বা চাকরির আবেদন করছেন, কেউ গুগলের সহযোগিতায় তথ্য খুঁজছেন। আবার অনেকেই এসেছেন প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে ভিডিওকলে কথা বলতে, কেউ এসেছেন বাড়ির বিদ্যুৎ বিল দিতে অথবা মোবাইল ব্যাংকিংয়ের টাকা উঠাতে। গ্রামে মোবাইলফোনের নেটওয়ার্ক না থাকায় নদীর ধারে গিয়ে অবস্থান নেয়ার এমন চিত্র চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ৮টি গ্রামের।

দীর্ঘদিন ধরেই নেটওয়ার্ক ব্যবস্থার বেহাল দশা দলদলী ইউনিয়নের ঘাইবাড়ি, বালুটুঙ্গি, পীরগাছি, বারইপাড়া, পুরাতন বাড়ইপাড়া, বাবুরটোলা, বাইদাপাড়া, গোলাবাড়ি, বাগানপাড়া, চুরিয়ালীর মোড়, বিশ্বাসটোলার মোড় গ্রামের। টাওয়ার না থাকায় ফাইভ জির যুগে টু জির সুবিধা থেকে বঞ্চিত প্রায় ২০ হাজার বাসিন্দা৷ ইন্টারনেট সুবিধা তো দূরের কথা ফোনে কথা বলতেও যেতে হয় নদীর ধারে। জরুরি প্রয়োজনেও নেটওয়ার্ক সমস্যা না থাকায় ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা৷
আব্দুর রাজ্জাক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বাধ্য হয়েই অনেকেই ব্যবহার করছেন ভারতীয় সিম কোম্পানির নেটওয়ার্ক।
রহিম নামে ফ্রিলান্সার বলেন, নেটওয়ার্ক ভালো না থাকায় আমাদের কাজে বিঘ্ন ঘটছে। আমরা চায় আমাদের এ সমস্যা দ্রুত সমাধান করবেন কর্তৃপক্ষ।
সুমন আলী নামে আরেক ফ্রিলান্সার বলেন, দলদলী ইউনিয়নের শুধু পীরগাছি ও বাড়ইপাড়া গ্রামেই রয়েছেন শতাধিক ফ্রিলান্সার। তাদের দাবি, ফোনের নেটওয়ার্ক না থাকায় বিঘ্ন ঘটে কাজে। বাতিল করতে হয় অনেক কাজ। এতে লোকসানের মধ্যে পড়েন তারা৷ অন্যদিকে, নেটওয়ার্ক সমস্যায় গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাহত হয় শিক্ষা ব্যবস্থা। ফোনের নেটওয়ার্ক না থাকায় অর্ডার বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা।
ভোলাহাট উপজেলার দলদলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল ইসলাম বলেন নেটওয়ার্কের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। তাদের দাবি, যেকোনো একটি অপারেটরের টাওয়ার বসিয়ে সমস্যা সমাধানের। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি তাদের।
নেটওয়ার্ক সমস্যার কথা স্বীকার করে অপারেটরগুলো জানায়, এ বিষয়ে অনেক অভিযোগ পাওয়া গেছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, জেলা প্রশাসন অপারেটরগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *