০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কনস্টাসের বেশিরভাগ শটই বেপরোয়া, বললেন সাবেক অজি কিংবদন্তি

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম তিন টেস্টে উসমান খাজার সঙ্গে অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ছিলেন ন্যাথান ম্যাকসুয়েনি। তবে তিনি ভালো করতে না পারায় তার বদলে দলে নেয়া হয় তরুণ স্যাম কনস্টাসকে। মেলবোর্ন টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে লাল বলের ক্রিকেটে অভিষেকের পর থেকেই তুমুল আলোচনা ১৯ বছর বয়সী কনস্টাসকে নিয়ে।

আর আলোচনা হবেই বা না কেনো। এমন ঘটনাবহুল অভিষেক কজনের ভাগ্যেই বা আর থাকে। লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে নেমেই তিনি পাঙ্গা নিয়েছেন জশপ্রীত বুমরার সঙ্গে। বুমরার করা প্রথম ১৮ বলে মাত্র ২ রান নিলেও পরে ভারতীয় এই পেসারের উপর চড়াও হয়েছিলেন তিনি। র‍্যাম্প শটে চার-ছয় হাঁকিয়ে বুমরার এক ওভারে ১৪ এবং আরেক ওয়ভারে ১৮ রান নিয়েছেন তিনি।
এছাড়া বিরাট কোহলির সঙ্গে ধাক্কা কাণ্ড এবং সিরিজের শেষ ম্যাচে আবার বুমরার সঙ্গে বাগ-বিতণ্ডা, সব মিলিয়ে কনস্টাসকে নিয়ে আলোচনা হয়েছে বেশ।

এদিকে সিরিজ শেষে কনস্টাসকে নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি রিকি পন্টিং। পন্টিংয়ের মতে কনস্টাসের হাতে যেসব শট আছে তারবেশিরভাগই বেপরোয়া। এভাবে খেললে সবসময় টেস্ট ক্রিকেটে তিনি টিকে থাকতে পারবেন না বলেও জানিয়েছেন পন্টিং।
পন্টিং বলেন, ‘আমার মনে হয়েছে, স্যাম (কনস্টাস) নিজের ডিফেন্সকে ভরসা করতে না পেরে র‌্যাম্প, স্কুপ খেলছিল। ওর হাতে কিছু শট আছে। তবে যেসব শট আছে, তার বেশির ভাগই বেপরোয়া। আমার মনে হয় না টেস্ট ওপেনার হিসেবে আপনি এভাবে সব সবময় টিকতে পারবেন।’

আবেক এই কিংবদন্তি আরও বলেন, ‘মেলবোর্নে ও যেভাবে শুরু করেছে, তাতে ভারত দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। আসলে আমি এটাও মনে করি না, স্যাম কনস্টাসের সতীর্থরাও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল। কারণ, শেফিল্ড শিল্ডে ও এভাবে ক্রিকেট খেলে না। ওর এভাবে খেলার দরকার পড়ে না। আপনি যখন বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে খেলবেন, রক্ষণাত্মক কৌশল নিয়ে চাপে থাকবেন, তখন রান করার জন্য আপনাকে কোনো কৌশল খুঁজতে হবে।’

ট্যাগ

কনস্টাসের বেশিরভাগ শটই বেপরোয়া, বললেন সাবেক অজি কিংবদন্তি

আপডেট সময়ঃ ১০:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম তিন টেস্টে উসমান খাজার সঙ্গে অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ছিলেন ন্যাথান ম্যাকসুয়েনি। তবে তিনি ভালো করতে না পারায় তার বদলে দলে নেয়া হয় তরুণ স্যাম কনস্টাসকে। মেলবোর্ন টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে লাল বলের ক্রিকেটে অভিষেকের পর থেকেই তুমুল আলোচনা ১৯ বছর বয়সী কনস্টাসকে নিয়ে।

আর আলোচনা হবেই বা না কেনো। এমন ঘটনাবহুল অভিষেক কজনের ভাগ্যেই বা আর থাকে। লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে নেমেই তিনি পাঙ্গা নিয়েছেন জশপ্রীত বুমরার সঙ্গে। বুমরার করা প্রথম ১৮ বলে মাত্র ২ রান নিলেও পরে ভারতীয় এই পেসারের উপর চড়াও হয়েছিলেন তিনি। র‍্যাম্প শটে চার-ছয় হাঁকিয়ে বুমরার এক ওভারে ১৪ এবং আরেক ওয়ভারে ১৮ রান নিয়েছেন তিনি।
এছাড়া বিরাট কোহলির সঙ্গে ধাক্কা কাণ্ড এবং সিরিজের শেষ ম্যাচে আবার বুমরার সঙ্গে বাগ-বিতণ্ডা, সব মিলিয়ে কনস্টাসকে নিয়ে আলোচনা হয়েছে বেশ।

এদিকে সিরিজ শেষে কনস্টাসকে নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি রিকি পন্টিং। পন্টিংয়ের মতে কনস্টাসের হাতে যেসব শট আছে তারবেশিরভাগই বেপরোয়া। এভাবে খেললে সবসময় টেস্ট ক্রিকেটে তিনি টিকে থাকতে পারবেন না বলেও জানিয়েছেন পন্টিং।
পন্টিং বলেন, ‘আমার মনে হয়েছে, স্যাম (কনস্টাস) নিজের ডিফেন্সকে ভরসা করতে না পেরে র‌্যাম্প, স্কুপ খেলছিল। ওর হাতে কিছু শট আছে। তবে যেসব শট আছে, তার বেশির ভাগই বেপরোয়া। আমার মনে হয় না টেস্ট ওপেনার হিসেবে আপনি এভাবে সব সবময় টিকতে পারবেন।’

আবেক এই কিংবদন্তি আরও বলেন, ‘মেলবোর্নে ও যেভাবে শুরু করেছে, তাতে ভারত দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। আসলে আমি এটাও মনে করি না, স্যাম কনস্টাসের সতীর্থরাও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল। কারণ, শেফিল্ড শিল্ডে ও এভাবে ক্রিকেট খেলে না। ওর এভাবে খেলার দরকার পড়ে না। আপনি যখন বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে খেলবেন, রক্ষণাত্মক কৌশল নিয়ে চাপে থাকবেন, তখন রান করার জন্য আপনাকে কোনো কৌশল খুঁজতে হবে।’