জাতীয়

দিনাজপুরে কিশোরের আত্মহত্যা

মাদক সেবনে নিষেধ করায় দিনাজপুরের খানসামায় মায়ের সাথে বাগবিতণ্ডার পর অভিমানে শরিফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খানসামা উপজেলার পাকেরহাট বাদিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শরিফুল ইসলাম খানসামার পাকেরহাট বাদিয়া পাড়া এলাকার মৃত বাবুল ইসলাম ওরফে ধানুয়ার ছেলে। পেশায় সে একজন দিনমজুর শ্রমিক।

Play Video

পুলিশ ও পরিবার সদস্যরা জানায়, মৃত শরিফুল ইসলাম তার ৫ ভাই ও ২ বোনের মধ্যে সবচেয়ে ছোট। দীর্ঘদিন ধরে তার উপার্জিত অর্থ দিয়ে সে ড্যান্ডি নেশায় আসক্ত হওয়ায় প্রায় সময়ই তার অভিভাবকরা নিষেধ করেন। সেই জেরে বুধবার রাতে তাঁর মা অছি বেগম নেশা করতে কড়া নিষেধ করেন। এনিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে মায়ের উপর অভিমানে বৃহস্পতিবার দুপুরে শয়নকক্ষে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)-এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্প্রতি তার মাদক সেবন মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছিল। এ নিয়ে মায়ের সাথে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছে বলে তার পরিবার জানায়।

Play Video

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, মায়ের সাথে অভিমান করে শরিফুল আত্মহত্যা করেছেন। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Play Video

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button