১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তিউনিশিয়ার নৌ-দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

তিউনিসিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর স্ফ্যাক্সের সমুদ্রসীমায় সংঘটিত নৌ-দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
তিনি বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর তিউনিশিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর স্ফ্যাক্সের সমুদ্রসীমায় সংঘটিত নৌ-দুর্ঘটনায় ৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়, যার মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ৬ জন পাকিস্তানি এবং ৭ জন সিরীয় ও মিশরীয় নাগরিক। অবশিষ্ট দুই জনকে মৃত উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে।
রফিকুল আলম বলেন, মারা যাওয়া মরদেহ দুটির ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহগুলোহ স্ফ্যাক্সের হাবিব বুরগিবা হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে মৃতের নিকটাত্মীয়ের ডিএনএ নমুনার সঙ্গে মিল সাপেক্ষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ছাড়াও গত ১ জানুয়ারি তিউনিস থেকে ৩৫০ কিলোমিটার দূরের সমুদ্র উপকূলবর্তী শহর মাহদিয়া নামক অঞ্চলে একটি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৬ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি এবং ২ জন সুদানের নাগরিক। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

ট্যাগ

তিউনিশিয়ার নৌ-দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

আপডেট সময়ঃ ০৯:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

তিউনিসিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর স্ফ্যাক্সের সমুদ্রসীমায় সংঘটিত নৌ-দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
তিনি বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর তিউনিশিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর স্ফ্যাক্সের সমুদ্রসীমায় সংঘটিত নৌ-দুর্ঘটনায় ৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়, যার মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ৬ জন পাকিস্তানি এবং ৭ জন সিরীয় ও মিশরীয় নাগরিক। অবশিষ্ট দুই জনকে মৃত উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে।
রফিকুল আলম বলেন, মারা যাওয়া মরদেহ দুটির ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহগুলোহ স্ফ্যাক্সের হাবিব বুরগিবা হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে মৃতের নিকটাত্মীয়ের ডিএনএ নমুনার সঙ্গে মিল সাপেক্ষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ছাড়াও গত ১ জানুয়ারি তিউনিস থেকে ৩৫০ কিলোমিটার দূরের সমুদ্র উপকূলবর্তী শহর মাহদিয়া নামক অঞ্চলে একটি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৬ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি এবং ২ জন সুদানের নাগরিক। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।