নরসিংদীর শিবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। ঘটনার পর থেকে ছোট ভাই পলাতক রয়েছেন। বুধাবার গভীর রাতে শিবপুর উপজেলার আইযুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারিকুল ভূইয়া (২৭) আধঘাটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন নিহত তারিকুল ভূইয়া। এসময় তার মা এসে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে তানভীর (৯) কে রাতের খাবার দিয়ে আসতে বলেন। খাবার দিয়ে আসতে পারবেনা বলে মায়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এপর্যায়ে তারিকুল মাকে মারধর করতে থাকে। মায়ের ডাক চিৎকার শুনে পাশের রুমে থাকা ছোট ভাই তারেক এসে তার বড় ভাইকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে। এসময় তারিকুল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন তারিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তারিকুলকে মৃত ঘোষনা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।