জাতীয়

সমন্বয়কদের সম্পদ দুদকের মাধ্যমে জনসমক্ষে আনুন : আরিফ সোহেল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড। যেখানে দাবি করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফি তদবিরে জড়িত। তার ব্যাংক অ্যাকউন্টে ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে!
যদিও এ প্রচারণাকে গুজব ও অপপ্রচার বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এমন আলোচনার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল সরকারকে আহ্বান জানিয়েছেন, সমন্বয়কদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে।
বুধবার (৮ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

আরিফ সোহেল বলেন, ‘সরকারের উচিত দুদক মারফত আমাদের সম্পদের বিবরণ চাওয়া; যা জনগণের কাছে উন্মুক্ত করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *