শেষ ওভারে সোহানের তিন ছয়-তিন চারে রংপুরের রোমাঞ্চকর জয়
সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে বড় সংগ্রহই গড়েছিল ফরচুন বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছিল ১৯৭ রান। এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরও কম যায়নি। তবে দলীয় ১৫৭ রানে ইফতিখার আহমেদ আউট হওয়ার পর দ্রুত আরও ৩ উইকেট হারিয়ে হারতে বসেছিল নূরুল হাসান সোহানের দল। কিন্তু শেষ ওভারে সোহানের বীরত্বে শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক জয় পেয়েছে রংপুর।
জিততে হলে শেষ ওভারে জিততে হলে রংপুরকে করতে হতো ২৬ রান। স্ট্রাইকে ছিলেন অধিনায়ক সোহান নিজেই। শেষ ওভারে বোলিংয়ে আসেন কাইল মায়ার্স। মায়ার্সের করা ১ম বলেই দারুণ এক ছক্কা হাঁকান সোহান। এরপরের দুই বলে চার মারেন রংপুরের অধিনায়ক।
শেষ ওভারের প্রথম তিন বলে ১৪ রান স্কোরবোর্ডে যোগ হওয়ায় পরের তিন বলে জয়ের জন্য ১২ রান দরকার ছিল রংপুরের। শেষ ওভারের চতুর্থ বলে আরও একটি ছক্কা হাঁকান সোহান। তাতে জয়ের জন্য পরের দুই বলে দরকার ৬ রান। ৫ম বলে সোহান চার মারলে শেষ বলে রংপুরের দরকার ২ রান।
খেলা যখন জয়-পরাজয়ের মাঝে দোল খাচ্ছে তখন শেষ বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন সোহান। এই জয়ে এবারের মৌসুমে ৫ ম্যাচেই জয় পেয়েছে সোহানের দল।
এর আগে জয়ের পথে রংপুরের হয়ে ওপেনিংয়ে নেমে ২৮ বলে ৩৮ রান করেন তৌফিক খান। এছাড়া ইফতিখার আহমেদ ৩৬ বলে ৪৮ এবং কুশদিল শাহ করেছেন ২৪ বলে ৪৮ রান। দলীয় ১৭১ রানে খুশদিল আউট হলে জয়ের আশা ফিকে হয়ে এসেছিল রংপুরের। তবে সোহানের ৭ বলে ৩২ রানের ইনিংসের সুবাদেই রোমাঞ্চকর এক জয় পায় রংপুর।