সারাদেশ

রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ও ৪০ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার স্বজনগ্রামের পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
লাখাই থানা পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। গতকাল বুধবার বিষয়টি নিয়ে লাখাই বড় বাজারে চেয়ারম্যান রুপন ও বিএনপি নেতা হারিছ মিয়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন।
সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রাতের আঁধারে প্রায় ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে নারী-শিশুসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়।
স্থানীয়রা ৪০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ও অন্যদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর আগে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।
লাখাই থানার ওসি বন্দে আলী জানান, লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *