জেলা

১৬ বছরে ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ বিএনপির

২০০৮ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত দুই হাজার ৪২৯ নেতাকর্মীকে গুম খুন ও ক্রসফায়ারে হত্যা করা হয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করেন।
পরে মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলিসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২ হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা ও ১৫৩ জনকে গুমের অভিযোগ দায়ের করেছি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এই আবেদন দাখিল করেছেন তিনি।

এআইএম/ইএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *