জেলা

বোটের ইঞ্জিন বিকল হয়ে ঘন কুয়াশায় পথ হারান ১৪ পর্যটক

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয়ে ১৪ জন পর্যটক ফাইবার বোটে ঘুরতে যান। ফেরার পথে বোটের ইঞ্জিন বিকল হয়ে ঘন কুয়াশায় মাঝি জাকির হোসেন পথ হারিয়ে ফেলেন। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ তাদের উদ্ধার করে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির দম্পতিসহ ১৪ জন পর্যটক কুয়াকাটা সৈকত থেকে ফাইবার বোট নিয়ে চর বিজয়ে ঘুরতে যান। তারা দুপুর ১টার দিকে চর বিজয়ে পৌঁছান।
ভ্রমণ শেষে বিকেল ৩টার দিকে চর বিজয় থেকে কুয়াকাটা সমুদ্রসৈকতে ফেরার পথে ঘন কুয়াশার কারণে বোট চালক পথ হারিয়ে ফেলেন। এ সময় ডা. গোলাম ইসতিয়াক আবির জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। এরপর কুয়াকাটা নৌ-পুলিশ তাদের উদ্ধার করে।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, ‘আমাকে জাতীয় জরুরি সেবা থেকে অবগত করলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্সসহ স্পিডবোটে তাদের উদ্ধারের উদ্দেশে রওনা হই। দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে নিরাপদে কুয়াকাটা সৈকতে নিয়ে আসি ৷ বর্তমানে পর্যটকরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *