করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে দেশের স্কুল-কলেজের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হচ্ছে। বুধবার (২ ফেব্রুয়ারি) এক ভিডিওবার্তায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
ভিডিওবার্তায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই বন্ধের সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানো হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলব। তাতে দ্রুতই সংক্রমণ কমে আসবে। এর ফলে আমরা শিগগিরই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্বাভাবিক পাঠদানে ফিরিয়ে নিতে পারব।