আইন আদালত

শেখ হাসিনাসহ সাবেক ৩৪৪ এমপির বিরুদ্ধে গার্মেন্টসকর্মীর মামলা

শেখ হাসিনাসহ সাবেক ৩৪৪ জন সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। আসামিদের মধ্যে ২৯৫ জন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি এমপি হয়েছিলেন এবং বাকি ৪৯ জন সংরক্ষিত নারী আসনের।এ ছাড়া এ মামলায় আরো ১১৯ জনকে আসামি করা হয়।

গত ৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালতে গার্মেন্টসকর্মী মো.

আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

এ বিষয়ে কোনো মামলা আছে কি না, তা যাচাই করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। আজ বুধবার বাদীপক্ষের আইনজীবী মাহবুব হাসান রানা এ তথ্য জানিয়েছেন।
ভুক্তভোগী আলাউদ্দিন দিনাজপুর জেলার বিরল উপজেলার রামনগরের খালপাড়া গ্রামের মো. সাহাবুল হকের ছেলে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলাউদ্দিন আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকুরি করতেন। গত বছরের ৫ আগস্ট তিনি ঢাকার আশুলিয়া এলাকায় ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে নামেন। এদিন বেলা দুইটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *