০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নিয়ে আজহারির আবেগঘন পোস্ট, মুহূর্তেই ভাইরাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিএনপির মিডিয়ার সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।
এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতের পরিপ্রেক্ষিতে একটি আবেগঘন পোস্ট করেছেন আলোচিত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি।
বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারি লিখেছেন, ‘পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য।’

এদিকে বুধবার সন্ধ্যা ৬ টায় পোস্ট করা আজহারির স্ট্যাটাসটিতে প্রথম ৫০ মিনিটে প্রতিক্রিয়া জানিয়েছেন আড়াই লাখ ফেসবুক ব্যবহারকারী। এই সময়ের মধ্যে মন্তব্য এসেছে ২১ হাজার।
আর পোস্টটি শেয়ার হয়েছে ৮ হাজারের মতো।

ট্যাগ

খালেদা জিয়াকে নিয়ে আজহারির আবেগঘন পোস্ট, মুহূর্তেই ভাইরাল

আপডেট সময়ঃ ০৭:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিএনপির মিডিয়ার সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।
এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতের পরিপ্রেক্ষিতে একটি আবেগঘন পোস্ট করেছেন আলোচিত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি।
বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারি লিখেছেন, ‘পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য।’

এদিকে বুধবার সন্ধ্যা ৬ টায় পোস্ট করা আজহারির স্ট্যাটাসটিতে প্রথম ৫০ মিনিটে প্রতিক্রিয়া জানিয়েছেন আড়াই লাখ ফেসবুক ব্যবহারকারী। এই সময়ের মধ্যে মন্তব্য এসেছে ২১ হাজার।
আর পোস্টটি শেয়ার হয়েছে ৮ হাজারের মতো।