ধর্ম

‘এভাবেই শীতল হোক প্রতিটি মায়ের বুক’

দীর্ঘদিন পর মায়ের বুকে সন্তান—বিষয়টিকে হৃদয় প্রশান্তকারী উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।

বুধবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!

প্রসঙ্গত, সাড়ে সাত বছর পর কাছে পেয়ে মা খালেদা জিয়াকে ছেলে তারেক রহমান আজ আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন। লন্ডনে মা-ছেলের এ দৃশ্য বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। হয়ত এ নিয়েই কথা বলেছেন আজহারী।

লন্ডনের একটি হাসপাতালে বেগম খালেদা জিয়া চিকিৎসা করাবেন। তবে তার এবারের বিদেশযাত্রার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানসহ তাদের পরিবারের পুনর্মিলনের দিকে।

বাংলাদেশ সময় বেলা তিনটার কাছাকাছি সময়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহন করা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। আগে থেকেই জানানো হয়েছিল, তারেক রহমান মাকে বরণ করে নেবেন। কিন্তু শুরুর দিকে লন্ডন থেকে সামনে আসা ছবিতে খালেদা জিয়ার সঙ্গে দেখা যায় বড় ছেলের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে।

আলোচনা শুরু হয় তাহলে কি তারেক রহমান বিমানবন্দরে আসেননি! কিন্তু সেই আলোচনা বেশি দূর গড়ানোর আগেই জনসম্মুখে চলে আসে মাকে পরম মমতায় ছেলের জড়িয়ে ধরার ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সাত বছর পর জিয়া পরিবারের এমন মুহূর্তের ছবি অনেকে শেয়ার করতে শুরু করেন। ইতোমধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *