সীমান্তে বেড়া নির্মাণে কঠোর অবস্থানে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় বিজিবি ও সাধারণ মানুষের বাধার মুখে বিএসএফ অতিরিক্ত জনবল সরিয়ে নেয় এবং কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে।
এ বিষয়ে সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিজিবি ওই এলাকায় বাংকার করে অবস্থান গ্রহণ করে।
আজ (৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ থাকবে। তবে দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে আবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের মহদিপুর সীমান্ত এলাকায়, যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
৫৯ বিজিবির অধিনায়ক জানান, পিলার ১৭৭/২-এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠে জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর বিওপির বিএসএফ সদস্যরা মাটি খনন কাজ শুরু করলে চৌকা বিওপির বিজিবি টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এলাকার সাধারণ মানুষ জানান, গত রোববার (৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির ৫৯ ব্যাটালিয়নের চৌকা বিওপির অধীনস্থ পিলার ১৭৭/২-এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখা যায় ভারতীয় বিএসএফ সদস্যদের। এতে বিজিবি তাদের বাধা প্রদান করে। সেই সাথে এলাকার সাধারণ মানুষও বিজিবিকে সহযোগিতা করে। বিজিবি ও ওই এলাকার মানুষ তিনদিন ধরে সীমান্তে অবস্থান করে দেশ রক্ষার জন্য কাজ করেন।