খেলা

বিপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড সুজনের

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করছেন সুজন। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির নাম ঢাকা গ্লাডিয়েটরস ও ঢাকা ডায়নামাইটস থাকাকালেও কোচ ছিলেন তিনি। তার অধীনে বেশ কয়েকবার ফাইনাল খেলেছে ঢাকা। চ্যাম্পিয়নও হয়েছে। সুজনের ঢাকা ক্যাপিটালসের মালিক এবার দেশের সিনেমা জগতের সেরা ও জনপ্রিয় তারকা শাকিব খান। তবে এখন পর্যন্ত এগারত আসরে জয়ের দেখা পাননি ঢাকা। আর তাতে বিপিএলের ইতিহাসে কোচ হিসেবে লজ্জার রেকর্ডে নাম লেখান খালেদ মাহমুদ সুজন।

বিপিএলের ইতিহাস আর কোনো কোচের নেই এই রেকর্ড। গত আসরের দুর্দান্ত ঢাকার পরে এই আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে সেই পুরানো হারের বৃত্তেই আটকা কোচ সুজন। বিপিএলে হেড কোচ হিসেবে টানা ১৫ ম্যাচ হারার রেকর্ড গড়েছেন সুজন।
ঢাকা পর্বের ৩টি ম্যাচ হারের পর সিলেট পর্বেও হার দিয়ে শুরু করেছে দলটি। ফলে ৪ ম্যাচে ৪ টি’তেই হারের মুখ দেখেছে খালেদ মাহমুদ সুজনের দল। এদিকে গতবারের বিপিএলে ঢাকার আরেক ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার ও প্রধান কোচ ছিলেন সুজন। সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও এরপর হেরেছে টানা ১১ ম্যাচ। তার আগের আসরেও সুজনের অধীনে খুলনা টাইর্গাস পয়েন্ট টেবিলের শেষের দিকে ছিল।
বিপিএলে ২০১২ সালে খালেদ মাহমুদ সুজনের চিটাগং কিংস পঞ্চম হয়েছিল। ২০১৩ সালে বরিশাল বার্নার্সের ৬ষ্ঠ হয়েছিল। শুধু ব্যর্থতা নয় সফলতাও আছে সুজনের। ২০১৬ বিপিএলে খালেদ মাহমুদের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস।

কিন্তু তারপর থেকেই খালেদ মাহমুদের অধীনে থাকা দল কখনে ভালো করতে পারেনা বিপিএলে। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচের হার মিলিয়ে তাই প্রধান কোচ হিসাবে বিপিএলে টানা ১৫ ম্যাচ হারের রেকর্ডের মালিক হলেন খালেদ মাহমুদ সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *