ধর্ম

চলে গেলেন সিলেটের প্রবীণ শায়খুল হাদিস মুকাদ্দাস আলী

সিলেটের প্রবীণ আলেম ও শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ আছর জকিগঞ্জের সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শায়খ মুকাদ্দাস আলী।
সিলেটের জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসার এই শিক্ষক ৬৬ বছর ধরে প্রতিষ্ঠানটিতে বুখারির দরস দিয়েছেন।

১৯৩৩ সালে ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণ করেন শায়খ মুকাদ্দাস আলী। প্রাতিষ্ঠানিক শিক্ষাশেষে ১৯৬০ সালে তিনি নিজ জন্মভূমি জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনে পা দেন। যোগদানের পরের বছরই তাকে মাদরাসার শায়খুল হাদিসের মসনদে সমাসীন করা হয়। মৃত্যু পর্যন্ত সেখানে একই পদে কর্মরত ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *