স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ্যে আনলেন গায়ক
বিতর্ক যেন নিত্য সঙ্গী মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্টের। এবার তিনি বিতর্কে নাম জড়ালেন নিজের স্ত্রীর নগ্ন ছবি প্রকাশ্যে এনে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে বিষয়টি।
স্ত্রী রিয়াঙ্কা সেনসরির জন্মদিনে এমন কাণ্ড করেছেন কানাইয়ে। একটি ভিডিও প্রকাশ করেছেন র্যাপার। সেখানে দেখা গেছে, বিয়াঙ্কা বাথটাবের মধ্যে নগ্ন হয়ে বসে আছেন। এমন কায়দায় হাঁটু মুড়ে রেখেছেন, যা গোপনাঙ্গ আড়ালে রেখেছে। উন্মুক্ত বক্ষ বিভাজিকা। নেটাগরিকদের অনুমান, মাদকাসক্ত অবস্থায় রয়েছেন বিয়াঙ্কা।
তবে বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা। কেউ লিখেছেন, “স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ্যে আনা বন্ধ করুন।” অন্য একজন লিখেছেন, “বিয়াঙ্কা সুন্দরী। কিন্তু তার সৌন্দর্য শুধু আপনার চোখের জন্যই থাকুক।”
এদিকে কানাইয়ের প্রাক্তন স্ত্রী কিম কার্দাশিয়ান। ওই ভিডিওতে রিয়াঙ্কার সঙ্গে কিমের মিল খুঁজে পেয়েছেন অনেকে। তাই দেখে অনেকে বলছেন রিয়াঙ্কাকে প্রাক্তন কিমের মতো বানাতে চাইছেন গায়ক।
বিতর্কের পাতায় কানাইয়ের এর আগে একাধিকবার নাম এসেছে। ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন। এজন্য খেসারতও দিতে হয়েছে। কানাইয়ের টুইটার অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছিলেন ইলন।