ঠাকুরগাঁওয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
নিহত গরু ব্যবসায়ীর নাম মাসুদ মিয়া (৩৪)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা বলে যানা গেছে।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একদল গরু ব্যবসায়ী একটি ট্রাক নিয়ে গরু কেনার জন্য পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান গরু ব্যবসায়ী মাসুদ। সেসময় ট্রাকে থাকা শানিল (৪৫), হাশেম (৩৪), মোরসালিন(২২) আহত হন।