সারাদেশ

সারা দেশের মতো রংপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

সারা দেশের মতো রংপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। এ নিয়ে প্রায় দুসপ্তাহের ব্যবধানে রংপুরে দুই দফা ভূমিকম্প অনুভুত হলো।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের লেচিন নামক স্থানে। রংপুর থেকে এর দূরত্ব ছিল ৯৩ দশমিক ৩ কিলোমিটার। কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *