আন্তর্জাতিক

১০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল এয়ারটেলে

বৃহত্তম টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেলে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল। চীনকে টেক্কা দেওয়া এবং ভারতের শত কোটি জনসংখ্যার বিশাল বাজার ধরতে এই অর্থ ঢালছে মার্কিন টেক জায়ান্টরা। খবর ব্লুমবার্গের।

Play Video

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ৭০ কোটি ডলারে ভারতী এয়ারটেলের ১ দশমিক ২৮ শতাংশ শেয়ার কিনবে। যন্ত্রাংশসহ অন্যান্য খরচ বাবদ পরের কয়েক বছরে আরও ৩০ কোটি ডলার দেবে গুগল।

Play Video

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত ক্রমেই সিলিকন ভ্যালির প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে, বিশেষ করে প্রযুক্তি খাতে চীনের সাম্প্রতিক কড়াকড়ির পর থেকে। এয়ারটেলের আগেও ভারতে মোটা অংকের বিনিয়োগ করেছে গুগল। ২০২০ সালে ৪৫০ কোটি ডলারে মুকেশ আম্বানির জিও প্ল্যাটফর্মস লিমিটেডের শেয়ার কিনেছে তারা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় যৌথভাবে একটি সাশ্রয়ী স্মার্টফোন তৈরিতেও হাত লাগিয়েছে গুগল।

Play Video

গুগল বিনিয়োগ করার খবর ছড়ানোর পরপরই ভারতী এয়ারটেলের শেয়ারের দর বেড়েছে অন্তত ৬ দশমিক ৬ শতাংশ। নয়া দিল্লিভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার ৭৩৪ রুপিতে কিনছে গুগল।

Play Video

গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে বলেছেন, আমাদের ‘গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ড’র অধীনে স্মার্টফোন সহজলভ্য করা, নতুন ব্যবসায়িক মডেলের সমর্থনে জনসংযোগ বাড়ানো ও কোম্পানিগুলোর ডিজিটালাইজেশন যাত্রায় সহযোগিতার ধারাবাহিকতায় এ বিনিয়োগ করা হচ্ছে।

Play Video

গুগলের বিনিয়োগ সুনীল মেহতার নেতৃত্বাধীন ভারতী এয়ারটেলকে ৫জি পরিকল্পনা এগিয়ে নিয়ে রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর সুযোগ করে দেবে। টানা কয়েক বছর ধরে ভারতে এক নম্বর টেলিকম কোম্পানির মুকুট ধরে রেখেছে আম্বানির টেলিকম কোম্পানিটি

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button