বিনোদন

হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা?

নতুন বছরের শুরুতেই বিয়ে করে আলোচনায় সংগীতশিল্পী তাহসান খান। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে ঘর বেঁধে অভিনন্দনের পাশাপাশি সমালোচনাও হজম করতে হয়েছে। এবার সব বিতর্ক ছাপিয়ে হানিমুনে মালদ্বীপে উড়ে গেলেন তাহসান-রোজা।

আজ মঙ্গলবার সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাক ছেড়েছেন তাহসান ও রোজা। সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁরা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাঁদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।

গত শনিবার বিয়ের পিঁড়িতে বসেন তাহসান-রোজা। দুই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে নতুন অধ্যায় শুরু করেন তারা। এ নিয়ে সামাজিক মাধ্যম ছিল সরগরম।

রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। তিনি একজন উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা আহমেদ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *