মানিকগঞ্জে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে গৃহবধূ সাহিদা আক্তার (২২) এবং শিবালয় উপজেলা থেকে শিক্ষানবিশ আইনজীবী বজু চৌধুরীর (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত গৃহবধূ সাহিদা আক্তার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী সুজন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের বাইমাইল গ্রামে। গৃহবধূর স্বামীর বাড়ি থেকেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, সকালে ফজরের নামাজ শেষ করে বউকে রুমে দেখতে না পেয়ে ডাকাডাকি করি। ঘরের কেবিন রুম ভেতর থেকে আটকানো ছিল। ভাবলাম ভেতরেই আছে। সকালে রান্নার সময় হলেও বউ যখন উঠে না তখন দরজায় ধাক্কা দিয়ে ডাকতে থাকি। তবুও সাড়া পাই না। পরে চালের ফাঁকা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমরা সাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে শিবালয় উপজেলার মহাদেবপুর উত্তর পাড়ার বিকাশ চন্দ্র শীলের ছেলে শিক্ষানবিশ আইনজীবী বজু চৌধুরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস নিয়ে বজু চৌধুরী আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।