০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘লিটন ১০ রান না করলেও আমি ওকেই চাই’

লম্বা সময় ধরেই ফর্মে নেই লিটন দাস। ব্যাট হাতে মাঠে নেমে রান পাচ্ছেন না তিনি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজেও হাসেনি তার ব্যাট। সে ধারাই অব্যাহত রয়েছে এবারের বিপিএলেও।

এবারের আসরে লিটন দাস খেলছেন ঢাকা ক্যাপিটালসে। লিটন যেমন ফর্মে নেই তেমনি ঢাকাও পাচ্ছে না জয়ের দেখা। এখনো পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ঢাকা, অন্যদিকে তিন ম্যাচের কেবল একটিতে দুই অঙ্কের দেখা পেয়েছিলেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার।

রংপুরের রাইডার্সের বিপক্ষে ম্যাচে ২৭ বলে ৩১ রান করেছিলেন লিটন। এছাড়া দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫ বলে ০ এবং খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ৩ বলে ২ রান। তবে লিটন ফর্মে না থাকলেও তাকেই দলে চান বলে জানিয়েছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ।

লিটনের সামর্থ্যের কথা জানিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘লিটন যখন রান করে না আমি নিজেই খুব চাপে থাকি। লিটন আমার অন্যতম পছন্দের ক্রিকেটার। সত্যি বলতে লিটন দশ রান না করলেও আমি ওকেই চাই। আমি জানি ও কেমন ক্রিকেটার, কেমন সামর্থ্য।’

তবে ব্যাট হাতে ফর্মে না থাকলেও লিটন অনুশীলনে পরিশ্রম করছেন জানিয়ে খালেদ মাহমুদ আরও বলেন, ‘মানুষের খারাপ সময় যায়। তবে আজ ট্রেনিংয়ে অনেক সিরিয়াস ছিল। শুধু প্র্যাকটিসে সিরিয়াস থাকলেই হবে না। মানসিক একটা ব্যাপার থাকে। আশা করি লিটন কাল থেকেই ভালো করা শুরু করবে।’

ট্যাগ

‘লিটন ১০ রান না করলেও আমি ওকেই চাই’

আপডেট সময়ঃ ০৭:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

লম্বা সময় ধরেই ফর্মে নেই লিটন দাস। ব্যাট হাতে মাঠে নেমে রান পাচ্ছেন না তিনি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজেও হাসেনি তার ব্যাট। সে ধারাই অব্যাহত রয়েছে এবারের বিপিএলেও।

এবারের আসরে লিটন দাস খেলছেন ঢাকা ক্যাপিটালসে। লিটন যেমন ফর্মে নেই তেমনি ঢাকাও পাচ্ছে না জয়ের দেখা। এখনো পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ঢাকা, অন্যদিকে তিন ম্যাচের কেবল একটিতে দুই অঙ্কের দেখা পেয়েছিলেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার।

রংপুরের রাইডার্সের বিপক্ষে ম্যাচে ২৭ বলে ৩১ রান করেছিলেন লিটন। এছাড়া দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫ বলে ০ এবং খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ৩ বলে ২ রান। তবে লিটন ফর্মে না থাকলেও তাকেই দলে চান বলে জানিয়েছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ।

লিটনের সামর্থ্যের কথা জানিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘লিটন যখন রান করে না আমি নিজেই খুব চাপে থাকি। লিটন আমার অন্যতম পছন্দের ক্রিকেটার। সত্যি বলতে লিটন দশ রান না করলেও আমি ওকেই চাই। আমি জানি ও কেমন ক্রিকেটার, কেমন সামর্থ্য।’

তবে ব্যাট হাতে ফর্মে না থাকলেও লিটন অনুশীলনে পরিশ্রম করছেন জানিয়ে খালেদ মাহমুদ আরও বলেন, ‘মানুষের খারাপ সময় যায়। তবে আজ ট্রেনিংয়ে অনেক সিরিয়াস ছিল। শুধু প্র্যাকটিসে সিরিয়াস থাকলেই হবে না। মানসিক একটা ব্যাপার থাকে। আশা করি লিটন কাল থেকেই ভালো করা শুরু করবে।’