হাতিয়ায় শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড চরকৈলাশ গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে।
এসময় মুখোশধারী ডাকাতদল ৭ম শ্রেণি পড়ুয়া এক শিশুর গলায় ছুরি ধরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে জানা যায়।
ভুক্তভোগী শাহাদাত হোসেন বলেন, আমার স্ত্রী শিক্ষকতা করেন। সকালে তাকে স্কুলে পৌঁছে দেওয়ার পর জানাতে পারি আমার বাড়ি ডাকাতি হয়েছে। পরে বাড়িতে এসে দেখি আমার ঘরে থাকা ৬০/৬৫ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণ লুট হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সময় ঘরে আমার ভায়েরার মেয়ে ৭ম শ্রেণিতে পড়ুয়া সামিয়া একা ছিল। ডাকাত দল তার গলায় ছুরি ধরে ঘরে লুটপাট চালায়।
শিশু সামিয়া বলেন, ৭/৮ জন লোক মাস্ক পরে হঠাৎ ঘরে ঢুকেই তার গলায় ছুরি ধরে ভয় দেখাতে থাকে। চিৎকার দিলে মেরে ফেলার হুমকি দিয়ে লুটপাট চালায়। এ ঘটনায় ঘটনাস্থলে আশপাশের অসংখ্য লোকজন ভিড় জমাতে থাকে।
এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ আজমল হুদা বলেন, খবর পেয়ে আমরা এখন ঘটনাস্থলের বিভিন্ন দিক দেখেছি। অপরাধীদের ধরতে আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।