রাজধানীর ফার্মগেটে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসি প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ১২ দোকান
জানা গেছে, মানসি প্লাজার ৭ তলা ভবনের বেইজমেন্টে পুরাতন মালামালে আগুন লাগে। যদিও আগুন ভয়াবহ নয়। কিন্তু অনেক ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।