পঞ্চগড়ে অভাবের কারণে ৫০০ টাকায় নয় মাসের শিশু সন্তানকে দত্তক দেন শরীফা খাতুন নামে মানসিক ভারস্যমহীন এক মা। বিষয়টি জানতে পেরে শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ওই নবজাতককে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এরআগে বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সময় সংবাদের মাধ্যমে বিষয়টি অবগত হন। এরপর সন্ধ্যায় তিনি পুলিশের সহায়তায় ওই শিশুটিকে তার মায়ের কোলে ফেরত দেন।
মানসিক ভারসাম্যহীন নারী শরীফা খাতুন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট মুসলিমবাগ এলাকায় তিন সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। তিনি ভিক্ষাবৃত্তি করে সংসার চালান।
প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানান, গত এক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় শরীফা খাতুনের। এর পর সন্তানদের নিয়ে ভিক্ষাবৃত্তি করে চলতো তার পরিবার।
গত মঙ্গলবার নিজের ৯ মাসের কন্যা সন্তানকে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় একটি হলুদ ক্ষেতে রেখে ভিক্ষা করতে যান শরীফা খাতুন। এ সময় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় রুনা আক্তার নামে এক নারী; একইসঙ্গে শরীফাকেও নিজ বাড়িতে নেন তিনি। রুনা নামে ওই নারীর নিজ সন্তান না থাকায় শিশুটিকে দত্তক নিতে চাইলে, ৫০০ টাকার বিনিময়ে রেখে চলে যান শরীফা।
নিজ সন্তানকে অন্যের হাতে তুলে দেয়ার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন শরীফা। টানা চারদিনে শিশুটির কোনো সন্ধান দিতে না পারলেও, একসময় তিনি ঠিকানা জানান। তবে নানা নাটকীয়তার মাঝে অবশেষে পুলিশ প্রশাসনের সহায়তায় চারদিনের মাথায় নিজ পরিবারের কাছে ফিরেছে শিশুটি। বর্তমানে শিশুটিকে দেখভাল করছেন মানসিক ভারসামহীন শরীফার ১৬ বছরের বড় ছেলে নয়ন।
এ বিষয়ে ভারসাম্যহীন শরীফা খাতুনের ছেলে নয়ন ইসলাম সময় সংবাদকে বলেন, ‘গত চার দিন আগে মা বোনকে নিয়ে হঠাৎ পঞ্চগড়ে যান। পরে একসময় বাড়িতে একাই এসে ঘরে তালা লাগিয়ে বন্দি অবস্থায় থাকতে শুরু করেন। বোন কোথায় তা জানতে চাইলে কোনো কিছুই জানাচ্ছিলেন না।
পরে অনেক কৈশলে বোনের অবস্থান জানতে পারি। এরপর সেই বাড়িতে গিয়ে বোনকে ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করেন। আরও জানতে পারি মা বোনকে নেবেন না বললে তারা ৫০০ টাকা মাকে খেতে দিয়ে একটা কাগজে স্বাক্ষর করে নেন। শুক্রবার সাংবাদিক ও পুলিশ এসে তদন্ত করে আমার বোনকে আনতে নির্দেশ দিলে মাকে সঙ্গে নিয়ে বোনকে বাড়িতে নিয়ে আসি।
স্থানীয় মোস্তাফিজুর রহমান সময় সংবাদকে বলেন, ‘অনেক আগে থেকে ওই নারীকে দেখছি। তিনি ভিক্ষাবৃত্তি করে পরিবার চালান। তবে কয়েকদিন আগে নিজের সন্তানকে মানুষের কাছে দিয়ে প্রায় পাগল হয়ে বেড়াচ্ছিলেন।’
কাজলা নামে স্থানীয় এক নারী সময় সংবাদকে বলেন, ‘সকালে শরিফা আমার কাছে এসে আমার পা জড়িয়ে ধরেছেন আর বলেছেন আপু যেভাবেই পারো আমার মেয়েকে এনে দাও।’
প্রতিবেশীরা বলেন, ‘স্বামী না থাকায় পরিবারটা চালাতে শরীফা খাতুন ভিক্ষা করতেন। এর মাঝে এমন কাণ্ড ঘটে তিনি পাগল হয়ে গেছেন। তার তিনটা সন্তান। একটা ছেলে ও দুটি মেয়ে। এদের কি হবে আমরা জানি না। তবে সরকারি সহায়তা পেলে তাদের গতি হতো।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সময় সংবাদকে বলেন, আগের বিষয়টি আমাদের কেউ জানায়নি। আপনার মাধ্যমে (সময় সংবাদ) জেনেছি। খবর পেয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খবর পাওয়ার পর পঞ্চগড় সদর থানার ওসিকে জানানো হয়। বিষয়টি পুলিশের হস্তক্ষেপে সুষ্ঠু সমাধান করে ভারসাম্যহীন নারীর কাছে তার বাচ্চা ফেরত দেয়া হয়েছে।
তিনি আরও জানান, যেহেতু ওই নারীর বাড়ি বোদা উপজেলায়, সেখানকার ইউএনওকে জানিয়ে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।
সাম্প্রতিক সময়
রোনালদোর গোলের পরও আল নাসরের হার
৯ মিনিট আগে
খেলা
রোনালদোর গোলের পরও আল নাসরের হার
মহারাষ্ট্রে বিজেপি, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট এগিয়ে
১১ মিনিট আগে
আন্তর্জাতিক
বিধানসভা নির্বাচন / মহারাষ্ট্রে বিজেপি, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট এগিয়ে
‘শ্রমিক নেতা থেকে সন্ত্রাসীদের নেতা হয়েছিলেন শাজাহান খান’
৩২ মিনিট আগে
বাংলাদেশ
‘শ্রমিক নেতা থেকে সন্ত্রাসীদের নেতা হয়েছিলেন শাজাহান খান’
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ইবির ৩ শিক্ষার্থীর মৃত্যু
৩৩ মিনিট আগে
বাংলাদেশ
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ইবির ৩ শিক্ষার্থীর মৃত্যু
শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত: পুতিন
৩৬ মিনিট আগে
আন্তর্জাতিক
শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত: পুতিন
১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন
৩৭ মিনিট আগে
রাজনীতি
১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন