পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নছিমনের নিচে চাপা পড়ে মিনারা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের চর চাপলী গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মিনারা চর চাপলী গ্রামের বাসিন্দা ছগির হাওলাদারের স্ত্রী। তিনি আট ও পাঁচ বছর বয়সী দুটি শিশুর
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মিনারা আজ সকালে থালাবাসন ধোয়ার জন্য বাড়ির পাশের পুকুরঘাটে বসে কাজ করছিলেন। এ সময় পাশের রাস্তা দিয়ে নলকূপের পাইপবোঝাই একটি নছিমন যাচ্ছিল। নছিমনটি হঠাৎ উল্টে তাঁর গায়ের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন দৌড়ে এসে পানির নিচ থেকে মিনারার মরদেহ উদ্ধার করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসেছি। নিহত মিনারা বেগমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।’