জাতীয়

দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ আনাস

 

Play Video

দেশে ফিরেছেন কুয়েতে আয়োজিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অজর্নকারী হাফেজ আনাস মাহফুজ ও কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী ক্বারী আবু জর গিফারী।

Play Video

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তারা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিশ্বজয়ী আনাসের সঙ্গে দেশে ফেরেন তার উস্তাদ শায়েখ আবদুল্লাহ আল মামুন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম, দেশের বিশিষ্ট আলেমগণ, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা। ফুলেল শুভেচ্ছা ও দোয়ায় মুখরিত ছিল বিমানবন্দর প্রাঙ্গণ।

Play Video

জানা গেছে, হাফেজ আনাস মাহফুজ ছোটদের গ্রুপ (৮-১২ বছর) থেকে প্রথম স্থান অর্জন করেন। তার সঙ্গে কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী ক্বারী আবু জর গিফারীও নিজের কৃতিত্বের মাধ্যমে দেশের কেরাত চর্চাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এ গৌরব অর্জন করেছেন তারা।

Play Video

উল্লেখ্য, কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা। ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করেছেন হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করেছেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং ক্বারী গ্রুপে প্রতিনিধিত্ব করেছেন আবু জর গিফারী।

Play Video

শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন।

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button