বরিশালে তরুণীকে আটকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ইরমান আলী শোভন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) কোতায়ালি থানার রূপাতলী এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তার যুবদল নেতা শোভন রূপাতলী নতুন আবাসিক এলাকার মৃত ইউসুব আলীর ছেলে। তিনি ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।
ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে বন্ধুর সঙ্গে রূপাতলী নতুন আবাসিক এলাকায় যায়। পরে কলেজছাত্রী ওই তরুণীকে বাসার নিচে দাঁড় করিয়ে রেখে বন্ধুর সঙ্গে দেখা করতে যায় তার বন্ধু। তখন বাড়ির মালিক শোভনসহ বেশ কয়েকজন মিলে তরুণীকে বাড়ির ভেতরে নিয়ে যায়। আর তার বন্ধুকেও আলাদা একটি রুমে নিয়ে যায়। পরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে শোভনসহ অন্যরা। এ সময় তরুণীর সঙ্গে থাকা বন্ধুর মোটরসাইকেল আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদার টাকা না পাওয়ায় বেধড়ক মারধর করা হয় তরুণীর বন্ধুকে।
বুধবার সকালে ওই তরুণীর বন্ধু চাঁদার টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে তাদের কাছ থেকে পালিয়ে গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই রুম থেকে তরুণীকে উদ্ধার ও শোভনকে গ্রেপ্তার করে। তবে বাকি অভিযুক্তরা পালিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন ওই তরুণী। ওই মামলায় শোভনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তাছাড়া ভুক্তভোগী তরুণীর মেডিকেল পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।