জাতীয়

বগুড়া-নওগাঁ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

বাস মালিকদের দ্বন্দ্বে বগুড়া ও নওগাঁ জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁ থেকে ঢাকাগামী বাসগুলো বিকল্প পথে চলাচল করছে।

Play Video

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, নওগাঁর বাস মালিক গ্রুপের অভ্যন্তরীণ রোড থেকে প্রায় ৩৫টি বাস বগুড়া সড়ক হয়ে ঢাকায় চলাচল করে। বগুড়া মালিকদের পক্ষে একটি দাবি ছিল শাহ্ ফতেহ্ আলী নামের আরো একটি বাস সাপাহার হয়ে চলাচল করবে। কিন্তু নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ সেটি প্রত্যাখ্যান করে। এরই মধ্যে নওগাঁ থেকে তিনটি এসি বাস চালু করে। সে বিষয়ে বগুড়ার মালিকদের কিছুই জানানো হয়নি। বাস চালানোর বিষয়টি সমঝোতার ভিত্তিতে হয়ে থাকে। এই সমঝোতার ভিত্তিতে না হওয়ায় তাদের বাস আটকে দেওয়া হয়েছে। আবার নওগাঁ মালিক সমিতিও আমাদের একটা বাস আটকে চলাচল বন্ধ করে দিয়েছে।

Play Video

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ঈদের আগে নওগাঁ থেকে ঢাকাগামী তিনটি এসি বাস চালু করে নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ। বুধবার সকালে হঠাৎ করে বগুড়া চারমাথায় আমাদের একটি এসি বাস আটকে দেয় বগুড়া শাহ্ ফতেহ্ আলী বাসের মালিক আমিনুল ইসলামের লোকজন। এরপর আমরা তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাদের জানায়, নওগাঁ থেকে কোন এসি বাস বগুড়া হয়ে ঢাকা রুটে চলাচল করতে পারবে না। অথচ শাহ্ ফতেহ্ আলী অসংখ্য এসি বাস নওগাঁ থেকে ঢাকায় চলাচল করছে। এ বিষয়ে আমরা কিছুই বলি না। মঙ্গলবার যখন আমাদের একটা বাস তারা আটকে দেয়, এজন্য আমরাও তাদের একটা বাস আটকে দিয়েছি। আপাতত নওগাঁ থেকে ঢাকাগামী সকল বাস আত্রাই হয়ে নাটোর দিয়ে ঢাকা যাচ্ছে। পাশাপাশি নওগাঁ-বগুড়া রুটে অভ্যন্তরীণ বাসগুলো নওগাঁ থেকে সরিয়ে বগুড়ার সীমানায় দেওয়া হয়েছে। আপাতত দুই জেলার সাথে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

Play Video

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button