কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল রবিবার সকালে উপজেলা বিএনপির ফ্যাসিবাদ আওয়ামী বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোয়ন প্রত্যাশী ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে রবিবার সকালে সাহেব বাজার এলাকা থেকে রক্তে ভেজা বাংলায় আওয়ামীলীগের ঠাঁই নাই, এই স্লোগানকে সামনে একটি র্যালি বের হয় র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ করে সাহেব বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ দেশে ফ্যাসিবাদ, স্বৈরাচার, আওয়ামীলীগ অস্থিরতা সৃষ্টি করতে চায়, আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি, সেই সাথে আওয়ামী লীগের ধূসররা যেন মাঠে থাকতে, মিটিং, মিছিল করতে না পারে, সে বিষয়ে নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশি, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আক্তার হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।