জাতীয়

হাস্যোজ্জ্বল আসিফ মাহমুদ প্যারিসে পিনাকীর সঙ্গে

ফান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়।

Play Video

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পিনাকী ভট্টাচার্য।

Play Video

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আসিফ আসছে প্যারিসে, আমার সঙ্গে দেখা করতে। পোস্টে তিনি ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন।

Play Video

এদিকে, ফেসবুকে দুইটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন, ‘ফ্রান্সের প্যারিসে প্রবাসীদের সংগঠিত করে আমাদের পাশে দাঁড়ানো বিপ্লবীদের সাথে’।

Play Video

সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান আসিফ মাহমুদ।

Play Video

জানা গেছে, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সেখান থেকে আসিফ মাহমুদ ফান্সের প্যারিসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Play Video

এর আগে, বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে শিক্ষার্থীদের জন্য সুখবর দেন আসিফ মাহমুদ।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, সরকারি আরও বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে যাদের কোনো কাজ নেই কিংবা খুবই কম কাজ। অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়। এই উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button