হবিগঞ্জের লাখাই উপজেলার লক্ষীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় প্রধান আসামী ও বর্তমান ইউপি সদস্য হিরা মিয়াসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত ভোর রাতে ময়মনসিংহের দুবাউরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে তাদেরকে হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার অন্য আসামীরা হল, মোতালিব মিয়া ও নাজমুল মিয়া। তারা লক্ষপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম জানান, গত ২৬ এপ্রিল ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান ও বর্তমান ইউপি সদস্য হিরা মিয়ার লোকজনের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে হয়। এতে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়।
পরে এ ঘটনায় নিহত জহিরুল ইসলামের স্ত্রী মোছা. তামান্না আক্তার বাদী হয়ে ৮৫ জনকে আসামি করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পুলিশ আসামিদের ধরতে অভিযান চালায়।