বাংলাদেশে বর্তমান ক্রান্তিকালীন সময়ে পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার (৮ আগস্ট) গাজীপুর জেলার চন্দ্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে জনগণের দুর্ভোগ দূরীকরণের লক্ষ্যে ব্যাস্ততম জায়গায় শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কালিয়াকৈর উপজেলা টিম এর যুব সদস্যবৃন্দের ট্রাফিক এর দায়িত্ব পালন করতে দেখা গেছে। এতে অংশ নিয়েছেন সাধারণ মানুষও।
এসময় কালিয়াকৈর উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা প্রধান প্রান্ত সাহা বলেন, ‘ ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম সহ সাধারণ শিক্ষার্থীরা টিম করে কাজ করছি। সুন্দর স্বাভাবিক কালিয়াকৈর গড়তে আমরা কাজ করছি, যতক্ষণ না পর্যন্ত সরকার গঠন হয়। চলাচলকারী অটোরিকশাগুলোকে শৃঙ্খলিতভাবে চলা এবং হেলমেট ছাড়া যাঁরা মোটরসাইকেল চালাচ্ছেন তাঁদের হেলমেট পরে মোটরসাইকেল চালাতে অনুরোধ করা হচ্ছে। সবাই যদি সুশৃঙ্খলভাবে লাইন মেনে চলাচল করে তাহলে আমাদের দেশের ট্রাফিক জ্যাম অনেকটা কমে যাবে। সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।’