গাজীপুরের কালিয়াকৈরে তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে কালিয়াকৈর স্টান্ডের বংশাই ব্রিজ এলাকায় “হৃদয়ে কালিয়াকৈর” ফেসবুক গ্রুপের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষদের ঠান্ডা শরবত ও পানীয় পান করানো হয়। তীব্রতাপদাহে জনজীবন যখন ওষ্ঠাগত তখনই মানব সেবায় এগিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক এই সংগঠনটি।
বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হৃদয়ে কালিয়াকৈর গ্রুপের সদস্যরা এসময় মহাসড়কে চলাচলকারী সহস্রাধিক পথচারী ও যানবাহনের চালকদের শরবত পান করান।
এ সময় কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকারের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন হৃদয়ে কালিয়াকৈর গ্রুপের সিনিয়র এডমিন ডালিমুজ্জামান খান, গ্রুপ এডমিন ও সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, গ্রুপ এক্সপার্ট এস.এম রাজু. সাঈম সারোয়ার, গ্রুপ মডারেটর ঝর্ণা আক্তার, বিপ্লব বিডি, আঁখি আক্তার, লিমা আক্তার, বাউলা জুয়েল, জেড রাকিব, মাহবুব ও মারুফ সিকদারসহ অন্যান্য সদস্যগণ।