বিশেষ প্রতিনিধিঃ
কালিয়াকৈর উপজেলার বাসিন্দা ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন দেশ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় বলেনঃ- ঈদ হলো ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। সমস্ত বিভেদ ঘুচিয়ে একে অপরকে বুকে টেনে নিয়ে কোলাকুলি ও ভালোবাসা বিনিময় করার দিন ও খুশির দিন ঈদুল ফিতর।
এদিনে নিকট আত্মীয় সজন প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সাথে ঈদ মোবারক বিনিময় করা আমাদের নৈতিক দায়িত্ব।
পবিত্র ঈদুল ফিতর ইসলাম ধর্মের সবচেয়ে বড়ো উৎসব। মুসলমানরা ঈদুল ফিতর পালনের জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে। রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে ঈদুল ফিতর উৎসব পালন করে। এই বিশেষ উৎসবে লোকেরা নামাজ পড়ে আল্লাহর নিকটে সুখ ও শান্তির জন্য দোয়া কামনা করেন এবং একে অপরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে থাকে। আবারো সকলকে জানাই অন্তরের অন্তস্থল থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।