কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং খারংখালী এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ৭ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ফারুক আজম খানকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের খারংখালী এলাকায় অভিযান পরিচালনা করে পূর্ব মহেশখালীয়াপাড়ার সাহাব উদ্দিনের ছেলে মো. ফারুক আজম খানকে (২৮) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মো. ফারুক আজম খান ২০১৬ সালের উক্ত মামলার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং গ্রেফতার এড়াতে দীর্ঘ ৭ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।