স্টাফ রিপোর্টারঃ
গত ১৫ এপ্রিল, বদলি আদেশ প্রাপ্ত হন মদনে। তৎপরবর্তীতে ১৫ মে, নেত্রকোনার মদন উপজেলার নির্বাহী অফিসার হিসাবে তিনি নতুন কর্মস্থলে এসেছেন মোঃ শাহ আলম মিয়া। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া (৫ জানুয়ারি) ১৯৮৬ সালে রংপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনে তিনি রংপুরের বামনডাঙা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে কৃতিত্বের সহিত স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। ২০১৬ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী (কমিশনার) ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নরসিংদী কালেক্টরে যোগদান করেন তিনি। তিনি ৩৪তম ব্যাচের একজন সদস্য। নরসিংদী জেলা ট্রেজারি অফিস, ডিআরআরও সহ বিভিন্ন দায়িত্ব ক্যাপাসিটিতে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৯ সালে সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নরসিংদী সদরে দায়িত্ব পালন করেছেন তিনি।
দায়িত্ব পালনে নরসিংদী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল ,মুজিব ১০০ ,স্থাপন, ভূমি ও গৃহীনদের প্রকল্প নির্মাণ করছেন তিনি।৫১ একর সরকারি সম্পত্তি বেদখকল মুক্ত করছেন তিনি। নরসিংদীর মাধবদীর বাবুরহাটের শেখেরচর বাজারের পুরাতন ব্রহ্মপুত্র নদের দুই তীরের অবৈধ স্থাপনা একতলা থেকে ১৩ তলা বিশিষ্ট ৫৫৬ টি ভবন উচ্ছেদ করছেন তিনি।
দুই শতাধিক বিকল্প ভূমি বিরূপ নিষ্পত্তি, ভূমি অফিস কেন্দ্রিক দালালদের দূরত্ব কমানোর লক্ষ্যে দালালদের নামের তালিকা প্রস্তুতপূর্বক সর্তকতামূলক সাইনবোর্ড স্থাপন, ডিজিটাল জলমহল, বালু মহল, হাট বাজার, ভিপি ও খাশ জমি ব্যবস্থাপনা, এলইডি লাইন কার্যক্রম পরিচালনা, জলধার বেদখকল মুক্ত কারণ, ডিজিটাল রেকর্ডরুম ব্যবস্থাপনা, উপজেলা ভূমি অফিসে আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন করেছেন, যা অত্র উপজেলা সকলের কাছে প্রশংসিত হয়েছিলেন তিনি।
২০১৭ সালের সেবা প্রধান ক্যাটাগরিতে জেলা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৮ সালে মোবাইল কোর্টের মাধ্যমে জনশৃঙ্খলা রক্ষা জেলায় শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তিনি । ২০১৮-১৯ সালে অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ২০২০ সালে জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার ( ভূমি) নির্বাচিত হয়েছেন তিনি । ২০২১ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার ভূমি নির্বাচিত হয়েছেন তিনি।
কোভিড, ১৯ প্রতিরোধে জেলা প্রশাসন নরসিংদী কর্তৃক গঠিত কুইক রেস্পন্স টিমের আহবায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন , করোনাকালীন মানবিক ও বিপর্যয়ে তিনি মানবতার মূর্ত প্রতীক হিসেবে আবির্ভূত হন তিনি।
৪২ জন করোণা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন দাহ কার্য সম্পন্ন করেছেন তিনি । ১৬ আগস্ট ২০২১ সালে তিনি উপ-পরিচালক হিসেবে এনএসডিএ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদান করেন তিনি । এ ছাড়া অসংখ্য দায়িত্ব পালনে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনে ভূষিত হয়েছেন।
মদন উপজেলায় যোগদানের আগে দেশের বিভিন্ন স্থানে সফলতার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি । এ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে, বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।
মদন উপজেলা আসার পর থেকে, মাঠ পর্যায়ে নিরলসভাবে দায়িত্ব পালনে নিয়োজিত আছেন তিনি। গত ২ মাসে সর্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক (ইউএনও) হিসেবে মদন উপজেলাবাসীর নিকট তিনি পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে তিনি।
মদন উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে ইচ্ছা করলে, যে কেউ উনার সাথে সাক্ষাৎ করতে পারেন নির্দ্বিধায়। প্রতি সপ্তাহের বুধবারে তিনি সাধারণ অভিযোগ গন শুনানি করে আপোষ নিষ্পত্তি করছেন তিনি। মদন উপজেলায় গত ১৯ মে, তারিখে কালবৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী সহ ঢেউটিন বিতরণ কার্যক্রম করেছেন তিনি।
উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন তিনি। উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা মিটিং সহ সরকারি যাবতীয় অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করতে দেখা যাচ্ছে, নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া কে।
এছাড়াও তার কার্যালয়ে কোন ধরনের অভিযোগ আসলে, ঘটনা তদন্ত করে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে। ( ইউএনও) মোঃ শাহ আলম মিয়া মদন উপজেলা বাসীর সকলের সহযোগিতা কামনা প্রত্যাশা করেছেন তিনি।
মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ
মোবাইল-০১৬৪১৩৫৪২৮১