ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর শিশু একাডেমীতে ‘ওয়াই মুভস্ প্রকল্পের’ আওতায় ইয়েস বাংলাদেশের আয়োজনে ফরিদপুর জেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)এর শিশুদের নিয়ে ০৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার সম্পূর্ণ হয়ে।
প্রশিক্ষণে সুবিধা বঞ্চিত শিশুদের শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা মুলক আচরন সম্পর্কে আলোচনা করা হয়।
ফ্যাসিলিটেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা ভলেন্টিয়ার শামীম আহমেদ এবং উপমা দত্ত।
উল্লেখ্য, প্রশিক্ষণে ১১ জন শিশু অংশগ্রহন করেন যার মধ্যে ৫জন মেয়ে এবং ৬ জন ছেলে উপস্থিত ছিলেন।
সংগঠনের ফরিদপুর জেলার সভাপতি হাফসা বিনতে হায়দার জানান, উক্ত প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছি। এর মাধ্যমে ফরিদপুর জেলায় শিশু অধিকার নিয়ে আরো ভালো ভাবে কাজ করতে পারবো।