০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

 “দুখু মিয়া”

 

লেখকঃ বুলবুল আহমেদ

দুঃখে যার জীবন গড়া
সুখটা ছিল কই ?
নাম তাঁর দুখু মিয়া
সালাম দিয়ে লই।

শোষিত,বঞ্চিত মানুষের
তুমি ছিলে কণ্ঠস্বর।
তাই বাঙ্গালী জাতি আজও
তোমাকে করেনি তো পর।

ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে
করেছ সত্যের প্রচার।
তুমি চিরস্মরণীয় হয়ে আছো
যেন থাকবে সবার।

তোমার বিদ্রোহী বাণীতে জেগে
উঠেছিল বাঙালি জাতি।
ভয়ে মরে কাপুরুষ
ব্রিটিশ বেনিয়ার ছাতি।

তুমি বাঁকা বাঁশের বাঁশি
নিয়ে ছিলে হাতে।
সাম্য,মৈত্রীর বন্ধনে তাই
গেঁথে ছিলে মালা প্রাতে।

তুমি শত্রুর সাথে করেছ কোলাকোলি
মৃত্যুর সাথে লড়েছ পাঞ্জা।
তুমি ন্যায়ের প্রতীক হয়ে
মিথ্যার বিরুদ্ধে ঝেড়েছো ঝান্ডা।

তুমি নির্ভীক বীর
সত্যের দুখু মিয়া ।
দুঃখকে করেছো জয়
দুঃসাহসি সংগ্রাম দিয়া।

তোমাকে বিনম্র শ্রদ্ধা জানাই
শুভ তোমার জন্মদিনে।
তুমি আমাদের দুখু মিয়া
থাকবে বাঙালির মনে।

ট্যাগ

 “দুখু মিয়া”

আপডেট সময়ঃ ১২:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

 

লেখকঃ বুলবুল আহমেদ

দুঃখে যার জীবন গড়া
সুখটা ছিল কই ?
নাম তাঁর দুখু মিয়া
সালাম দিয়ে লই।

শোষিত,বঞ্চিত মানুষের
তুমি ছিলে কণ্ঠস্বর।
তাই বাঙ্গালী জাতি আজও
তোমাকে করেনি তো পর।

ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে
করেছ সত্যের প্রচার।
তুমি চিরস্মরণীয় হয়ে আছো
যেন থাকবে সবার।

তোমার বিদ্রোহী বাণীতে জেগে
উঠেছিল বাঙালি জাতি।
ভয়ে মরে কাপুরুষ
ব্রিটিশ বেনিয়ার ছাতি।

তুমি বাঁকা বাঁশের বাঁশি
নিয়ে ছিলে হাতে।
সাম্য,মৈত্রীর বন্ধনে তাই
গেঁথে ছিলে মালা প্রাতে।

তুমি শত্রুর সাথে করেছ কোলাকোলি
মৃত্যুর সাথে লড়েছ পাঞ্জা।
তুমি ন্যায়ের প্রতীক হয়ে
মিথ্যার বিরুদ্ধে ঝেড়েছো ঝান্ডা।

তুমি নির্ভীক বীর
সত্যের দুখু মিয়া ।
দুঃখকে করেছো জয়
দুঃসাহসি সংগ্রাম দিয়া।

তোমাকে বিনম্র শ্রদ্ধা জানাই
শুভ তোমার জন্মদিনে।
তুমি আমাদের দুখু মিয়া
থাকবে বাঙালির মনে।