মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে করোনা টেস্টের ভুয়া সার্টিফিকেট ব্যবহার করার দায়ে নিষিদ্ধ হলেন জার্মান ফুটবল কোচ মার্কোস আনফাংক। তাকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে অ্যাসোসিয়েশন (ডিএফবি)। বুধবার ডিএফবি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি আনফাংকে বিশ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
আনফাং প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করেন এবং তার জাল সার্টিফিকেটের ব্যবহার নিয়ে জার্মান কর্তৃপক্ষের তদন্ত শুরু হওয়ার পর গত নভেম্বরে দ্বিতীয় স্তরের ক্লাব ব্রেমেনের চাকরি ছেড়ে দেন।
আনফাংয়ের সাবেক সহকারী ফ্লোরিয়ার ইয়োঙ্গাকে দেওয়া হয়েছে ১০ মাসের নিষেধাজ্ঞা এবং জরিমানা করা হয়েছে ৩ হাজার ইউরো।
ডিএফবি জানায়, আনফাং ও ইয়োঙ্গা ২০২১ সালের গ্রীষ্মে জাল টিকা কার্ড সংগ্রহ করেছিলেন; যা তাদের নিয়মিত কোভিড পরীক্ষা থেকে পরিত্রাণ দিয়েছিল।
নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় এই দুজনের নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে আংশিকভাবে কমিয়ে ২০২২-২৩ মৌসুমে তাদের কোচিং পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে জার্মান ফুটবলের সর্বোচ্চ সংস্থা।