জাতীয়

তুচ্ছ বিষয়ে চকরিয়ায় চিংড়ি ঘের কর্মচারী খুন

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মো. আজিজুর রহমান (৩৫) নামে এক চিংড়ি ঘের কর্মচারী খুন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চিংড়িজোন নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজ ডুলাহাজারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকার ছালেহ আহমদের ছেলে ও চিংড়ি ঘের কর্মচারী।

Play Video

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৭-৮ দিন আগে জমির উদ্দিনের মালিকানাধীন চিংড়ি ঘেরের রান্নাঘরের সৌরবিদ্যুৎ এর বাতি নিয়ে যায় পার্শ্ববর্তী এহছানের মালিকানাধীন চিংড়ি ঘেরের কর্মচারী আজিজ। রাত সাড়ে ৮টার দিকে চিংড়ি ঘেরে যাওয়ার পথে জমির উদ্দিনের কর্মচারী মো. ইসহাক বাতি ফেরত না দেওয়ার কারণ জিজ্ঞেস করে আজিজ এর কাছে। এক পর্যায়ে বাকবিতণ্ডার জেরে ইসহাক তার কোমরে থাকা ছুরি বের করে আজিজের পেটে ঢুকিয়ে দেয়। এসময় ঘটনাস্থলে মারা যায় আজিজ। ঘটনার পরপরই ঘাতক ইসহাক পালিয়ে যায়। ইসহাক চিরিঙ্গা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড পালাকাটা গ্রামের কবির আহমদের ছেলে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Play Video

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. সিরাজুম মুনির বলেন, আজিজের পেটের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Play Video

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, নিহত আজিজের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button