১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় ডেঙ্গুতে ৩ বছরের শিশুর মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ২১৪

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সাফওয়ান নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ।

সাফওয়ানের বাবা আবদুল্লাহ আল মামুন বরগুনার লাকুরতলা এলাকার বাসিন্দা। তিনি মির্জাগঞ্জের কৃষি কর্মকর্তা। সাফওয়ানের মা সাজিয়া আফরিন বরগুনার নার্সিং ইন্সটিউটের একজন ইন্সট্রাক্টর।

জানা যায়, গত ৪ দিন আগে সাফওয়ান ডেঙ্গুতে আক্রান্ত হয়। প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে রোববার তাকে ঢাকা নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই সাফওয়ান মারা যায়। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাজকিয়া সিদ্দিকা বলেন, বরগুনা হাসপাতালে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি ১০ জন বরগুনা থেকে রেফার্ড করার পরে বরিশাল ও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ১ হাজার ৯০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৪ জন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা থাকে যদি পুরনো ১ টাকার কয়েন

বরগুনায় ডেঙ্গুতে ৩ বছরের শিশুর মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ২১৪

আপডেট সময়ঃ ০৯:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সাফওয়ান নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ।

সাফওয়ানের বাবা আবদুল্লাহ আল মামুন বরগুনার লাকুরতলা এলাকার বাসিন্দা। তিনি মির্জাগঞ্জের কৃষি কর্মকর্তা। সাফওয়ানের মা সাজিয়া আফরিন বরগুনার নার্সিং ইন্সটিউটের একজন ইন্সট্রাক্টর।

জানা যায়, গত ৪ দিন আগে সাফওয়ান ডেঙ্গুতে আক্রান্ত হয়। প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে রোববার তাকে ঢাকা নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই সাফওয়ান মারা যায়। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাজকিয়া সিদ্দিকা বলেন, বরগুনা হাসপাতালে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি ১০ জন বরগুনা থেকে রেফার্ড করার পরে বরিশাল ও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ১ হাজার ৯০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৪ জন।