১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মৃ*ত মাকে দেখতে দেয়নি পাকিস্তান, আদনান সামির বিস্ফোরক মন্তব্য

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আদনান সামি। পাকিস্তানি গায়ক হলেও তার সব অর্জন যেন ভারতে এসে। সেকারণেই দেশটির প্রতি কৃতজ্ঞ তিনি। ভারতও মূল্যায়ন করেছে তাকে। দিয়েছে নাগরিকত্ব। শত্রু দেশের প্রতি সামির আনুগত্য দেখে রুষ্ট পাকিস্তান। খেসারত হিসেবে নাকি সামিকে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখতে যেতে অনুমতি দেয়নি পাকিস্তান!

আপ কি আদালত নামের এক শোয়ে এসে সামি এ কথা জানান। ২০২৪ সালে মারা যান সামির পাকিস্তানে বসবাসকারী মা। সেসময় মায়ের সৎকারে যেতে ভারত অনুমতি দিলেন তার ভিসা প্রত্যাখ্যান করে পাকিস্তান। ওই শোয়ে এরকমই জানান সামি।

তিনি বলেন, আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু ওরা (পাকিস্তান) সেটা প্রত্যাখ্যান করে দেয়। আমি বললাম, আমার মা মারা গেছেন, কিন্তু তারপরও ওরা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপ ভিডিওতে মায়ের শেষকৃত্য দেখেছি।

সামি আরও জানান, টাকার জন্য তিনি ভারতের নাগরিকত্ব নেননি। তিনি পাকিস্তানে কোটি কোটি মূল্যের সম্পত্তি ছেড়ে চলে এসেছেন। ভারতে সবকিছুই তাকে নতুন করে গড়ে তুলতে হয়েছে। তিনি বলেন যে একজন শিল্পীর ভালোবাসা প্রয়োজন এবং এই ভালোবাসার কারণেই তিনি ভারতে এসেছিলেন।

প্রসঙ্গত, আদনান সামি জন্মসূত্রে পাকিস্তানি। বলিউড তাকে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা। ভারতের নাগরিকত্ব নেওয়ার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। ২০১৬ সালে তিনি ভারতের নাগরিকত্ব পান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা থাকে যদি পুরনো ১ টাকার কয়েন

মৃ*ত মাকে দেখতে দেয়নি পাকিস্তান, আদনান সামির বিস্ফোরক মন্তব্য

আপডেট সময়ঃ ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আদনান সামি। পাকিস্তানি গায়ক হলেও তার সব অর্জন যেন ভারতে এসে। সেকারণেই দেশটির প্রতি কৃতজ্ঞ তিনি। ভারতও মূল্যায়ন করেছে তাকে। দিয়েছে নাগরিকত্ব। শত্রু দেশের প্রতি সামির আনুগত্য দেখে রুষ্ট পাকিস্তান। খেসারত হিসেবে নাকি সামিকে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখতে যেতে অনুমতি দেয়নি পাকিস্তান!

আপ কি আদালত নামের এক শোয়ে এসে সামি এ কথা জানান। ২০২৪ সালে মারা যান সামির পাকিস্তানে বসবাসকারী মা। সেসময় মায়ের সৎকারে যেতে ভারত অনুমতি দিলেন তার ভিসা প্রত্যাখ্যান করে পাকিস্তান। ওই শোয়ে এরকমই জানান সামি।

তিনি বলেন, আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু ওরা (পাকিস্তান) সেটা প্রত্যাখ্যান করে দেয়। আমি বললাম, আমার মা মারা গেছেন, কিন্তু তারপরও ওরা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপ ভিডিওতে মায়ের শেষকৃত্য দেখেছি।

সামি আরও জানান, টাকার জন্য তিনি ভারতের নাগরিকত্ব নেননি। তিনি পাকিস্তানে কোটি কোটি মূল্যের সম্পত্তি ছেড়ে চলে এসেছেন। ভারতে সবকিছুই তাকে নতুন করে গড়ে তুলতে হয়েছে। তিনি বলেন যে একজন শিল্পীর ভালোবাসা প্রয়োজন এবং এই ভালোবাসার কারণেই তিনি ভারতে এসেছিলেন।

প্রসঙ্গত, আদনান সামি জন্মসূত্রে পাকিস্তানি। বলিউড তাকে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা। ভারতের নাগরিকত্ব নেওয়ার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। ২০১৬ সালে তিনি ভারতের নাগরিকত্ব পান।